ব্ল্যাকহোলের চোদ্দগোষ্টি ( part-01)

মিনহা এইবার সপ্তম শ্রেণীর শিক্ষার্থী । সে স্কুলে একটি শব্দের সাথে পরিচিত হয় এবং সে ভাবতে থাকে এইটা দেখতে কেমন , কিভাবে তৈরি হয় , ইত্যাদি বিভিন্ন প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে । স্কুল ছুটির পর বাসায় আসে এবং মাগরিবের নামাজের পর টেবিলে পড়তে বসে। হঠাৎ স্কুলের সেই শব্দটা নিয়ে ভাবতে শুরু করে । তার ভাই লক্ষ্য করলো মিনহা কি যেন ভাবছে ? তাই সে মিনহা কে বলল কিরে কি এত ভাবছিস ? ভাইয়া আমি স্কুলে একটি শব্দের সাথে পরিচিত হয়েছি তুমি কি আমাকে এই বিষয় সম্পর্কে বলতে পারবে ? এইটা কি আর এমন ! বল দেখি তুই কি নিয়ে এতো ভাবছিস। ভাইয়া বিষয় হল black hole ।

মিনহাঃ ভাইয়া ব্ল্যাক হোল এই বস্তুটি আসলে কি ? খায় নাকি মাথায় দেয় ।

ভাইয়াঃ  ........................ 

                               খুব শিঘ্রই পরবর্তী অংশ আসছে ...!

 

2 comments:

Pages